সূর্যালোক করে দীপ্তময় এই রাজ্য
হুংকার দিয়ে গর্জে তোল শৌর্যবীর্য
তোমাদের একবাহু আর মনভাব ক্ষুব্ধ
নইলে কাপুরুষ তুমি।
শক্তি-সাহস আনো
ভীরুতা দূরে ফেলো
দোহিনী-পারায় আগুন জ্বালো
ধ্বংস কর যতসব মেকি।
যদি অধিকার-বঞ্চিতদের অধিকার
ঘুচে দিতে না পার এ অল্প আঁধার
সম্মান দিতে না পার শিক্ষা,শিক্ষক মর্যাদার
কীভাবে এগোবে তুমি।
যদি বার বার আসে পরাজয়
অসংখ্য ব্যর্থতা গ্লানিময়
সফল হবে একদিন নিশ্চয়
হও সত্য ও ধৈর্য্যের পথিক যদি।
তুমি ধারনার জালে
শুধু শুধু সন্দেহের ছলে
কাউকে বল না দোষ সাবস্ত্যে
তুমি কেমন মানুষ খুনি।
কষ্ট পাও বা কষ্ট দাও
উভয় উভয়ের নিকট ক্ষমা চাও
নতুবা পরস্পরে মঙ্গল দোয়া দাও
তবেই সুবিবেচক হে পুরুষ-নারী।
মানুষ মাত্রই ভুল করা স্বাভাবিক
তবে একই ভুল বাব বার করে তারে ধিক
ক্ষমা কর সবে ভুল যে অত্যধিক
তোমাদের পায়ে পড়ি।
দু,নদীর স্রোতের মিলন
একস্রোতে অবগাহন
হঠাৎ দু'দিকে কি ডাকছে মিশন
জানি না শেষ প্রহরের খবর কি।