আমার কেন যেন মনে হয়
আবাদ করা ভূমি কেন নষ্ট
কেন কারো অনুরাগে আসক্ত
আজ বিক্ষভে ফেটে পড়ে।
চুম্বক চাহনি বারে বার
হাসনি তাই তো আবার এলাম
পিছন দিকে বাজে এলার্ম
কান্নারা কেন চুপ থাকে।
সোনালী দিনকে ঘীরে কাব্য গাঁথ
হাজার স্বপ্ন দিয়ে রাত্রি জাগ
অন্ধ প্রেমের ডালে কেন ভাস
অযথা অরণ্যে রোদন করে।
যে মায়ায় পড়েছ তুমি
কেন এত অভিমানী
কি কথা যে ভাই বলি
চেয়ারে বসি নিরুপায় হয়ে।
আমার পায়ের নিচে শূন্যের খেলা
কথা বড় ভারী কঠিন বিষাদের ধোঁয়া
আমি চাই নিকো আসক্তের ছাঁয়া
আমি বড় কভু নহে।
জাগতিক চাওয়াকে এমনভাবে
গভীর আত্মবিশ্বাস মনযোগে
নিজেকে তুচ্ছ-হীন মনে
কী করে আজীবন বাঁচবে।
দু'জনের চাওয়া-পাওয়া
এক কভু নয়,
আবার কি হয়েছে নিজেরা
কেন গোপন পরিচয়
ক্ষমা কর পড়ি পায়ে।