সাধ্য কার যে জগৎ তথ্য জানবে
মিত্রকে সঙ্গে সঙ্গী বানিয়ে মহাশূন্যে উড়বে
মাত্র অল্প কয়েকদিনের যাত্রাপথে।
সাধ্য কার যে কোটি প্রাণের তরে লড়বে
দিব্য কর্ণ প্রাপ্ত হয়ে ন্যায়ের বাণীকে ধরবে
আসমায়ে হুসনার জিকিরে মাশহুল থাকবে।
জানিনা আসবে কোত্থেকে সে অদম্য সাহস
হিদায়েতের পথে পা এগিয়ে যাওয়ার মনস
দম না জানি কবে ফুরাবে,করবে বেহুশ।
মুগ্ধে আজ কেন এত বিভোর এ দুনিয়ায়
নিরুপায় হয়ে কেন ভেবে ভেবেই কাটাই
রাসূলের তরে ভালোবাসা মোর কোথায়।
আগাম লক্ষ্যে ছুটছে সবাই
ইশান কোণের মেঘ তাড়ায়
শান্তি-সুখ আর সুন্দরে বাঁচার আশায়।
রঙে রঙিন স্বপ্ন দেখে
উষার আলো চোখটি খোলে
ফাগুন হাওয়ার ভুল ভ্রমরে।
খাদ্য,বস্ত্রসহ মৌলিক চাহিদা পূরণে
ইজ্জত আব্রুত করে সামনে চলনে
রজ্জুটা শক্ত হস্তে ধারন করতে
লড়াকু বীর হয়ে পারি মরতে।
মুকুট মাথায় চলবে অনেক
স্তব্ধ গহীন অরণ্যে প্রত্যেক
আশা সবার উচুঁই বিবেক
কিন্তু কেউ আবার ভিন্ন এক
মলিন মুখে ভাবনা তার গুটিকয়েক।
অনেক কথা-মজার ছলে
কিংবা হঠাৎ পাগল বনে
বিরক্ত করেছি অনেক জনে
ক্ষমা করবে জানি,এ আশায় বসি স্মরণে।