যখন তটিনী মাঝে বিশাল ঢেউ
ছলনাময় বাতাসে আছড়ে পড়ে,
তখন তীরে অবস্থিত কেউ
চিৎকার করে ডুকরে মরে।
গরীবের ঘর হারার বেদনা
কোটি টাকার সম্পদ বিলীন,
অন্তরে অসম্ভব অব্যক্ত যাতনা
করে বন্য পশুর সাথে বাস অরণ্যে গহীন।
তিলে তিলে গড়ে তোলা সম্পদ
যখন এক নিঃশ্বাসের বিশ্বাসে,
কোনটা কেমন,কেন,কি অনুষদ
এর প্রভাবে ভোগে মরণ যন্ত্রনাতে।
অতল সমুদ্র থেকে যখনি তীরে
কষ্টের সোপান বেয়ে বেয়ে উঠি,
আবার কেন নাও মোরে অরাতি ভীরে
কেন কষ্ট দাও,বুঝাও করি জিজ্ঞাসী।
মস্তকে বার বার হাতুড়ি আঘাতে
আজ পাগল বেশে অবুঝ বালক,
এখনও হয়নি বয়স আমার আশাতে
জাগতে নিশিতে হয়ে অন্ধকার চালক।
আমি এখনও ,অবুঝ,নাবালক বোকা
তাইতো বার বার ডাক বলে খোকা,
এতই যখন চতুর,উদ্দিপনা
কেন ঠকেছ নিজ নিজ মন আলপনা।
সময় খেলায় খুন ঝরে হুংকারে
যেখানে বাসা বাধেঁ লাল প্রদীপ,
রাগ,অভিমান,ভালবাসা,তীক্ষ্ণ হৃদয়ে
করাঘাত নাড়তে থাকে দ্বীপ-উপদ্বীপ।
জীবন রাস্তা বড়ই আকাঁ বাকাঁ
কোন পথ নিবে কোন দিকে মোড়,
সবুজের মাঝে শান্তির ছায়া
হঠাৎ খুন ঝরার উঠেছে ঝড়।
আমায় যখন নিয়ে যাবে আসমান
হাজারো দিনগুলি শূন্য ফেলি,
তোমাদের কাছে আমার মিনতি-ফরমান
পড়িও পাস্ওয়ার্ড আমার ডায়েরী।