একটি বোবা রাতের গল্প টলছে মধ্যবিত্ত চন্দ্র গিলে নিয়ে,
শহরের ভিখারী কাকেরা ঘুম পাল্টিয়ে,
উড়ে আসে রক্তের নামতা শুনিয়ে|
পাহাড়ের গলা কাঁপিয়ে নেমে আসে অভুক্ত শিয়ালের চিৎকার,
নিশি সৈন্যের বেশে হায়েনেরা কুড়িয়ে নেয় তাদের অধিকার|
অদূর পথের বটের তলে বাঁজায় বাঁশী অদৃশ্য সুরকার,
অপেয় কথার শরীর জুড়ে আছে লেখা ফেরার ঠিকানা চমৎকার|
শয্যার অভ্যন্তরে গভীর ঘোরে একেকটি ঘুমন্ত লাশ,
মেঠো বনের কুটির খুলে হয় যে অপার্থিব সর্বনাশ|