আজ ভুল করেও যদি বৃষ্টি নেমে জোছনার শরীর ভিজিয়ে দেয়,
তবু সে বৃষ্টির জলে আমি ভিজবো না তুমি নেই বলে|
বৃষ্টির জলে চোখের জল মিশে গেলে কে দেখবে বলো?
অপূর্ণ ফাল্গুনের সব কান্না চেপে রেখেছি,
তোমার আঁচলে মুছবো বলে|
তোমার জন্য এনে রাখা চুড়ি গুলো প্রতিদিন একটা করে ভাঙ্গি,
আর সেই টুকরো দিয়ে নিজের হাত কেটে রক্ত ঝরাই|
সেই ক্ষত গুলো আমি যত্ন করে রেখেছি,তুমি এলেই দেখাব|
মহাশূন্যের কপাল ছুঁইয়ে বিষাদ স্নানে জর্জরিত ,
চলমান কবিতায় ছন্দের রুপ লিখছি|
তুমি এলেই পড়ে নিও|
কোন আয়না রাখি না কাছে,
নিজের প্রতিবিম্ব দেখার ভয়ে|
তোমার আঁখিবিহীন অন্য কোন দর্পণে নিজেকে দেখতে চাই না|
একবার স্বপ্নের গাংচিলে পথ ভুলে,
পিছল সময়ের কাঁধে ভর দিয়ে কবে আসবে?
তোমার প্রতীক্ষায় আমি আজও বন্ধ ঘড়ির মতো নিরব হয়ে আছি|