তবু ভয় নেই যদি থাকে পরাজয়,
যদি থাকে অবাঞ্চিত ভুলের সংশয়!
আমি বেছে নিয়েছি একটি শোক দিবসের আরতি,
লোমশ শরীরের কেন্দ্রবিন্দুতে মধ্যপ্রহরের ক্রান্তি|
নির্ঘুম প্যাঁচাদের অন্ধ বানিয়ে রাত্রি হাটুক দিনের আঁচলে|
অভুক্ত শেয়ালের কান্না বাজুক মৃত হৃদপিন্ডের শব্দতুলে|
সময়ের দীপ পুড়িয়েছি আমি নিরুত্তাপ অনলে,
নিয়তির আয়না ভেঙ্গে দিয়ে হারিয়েছি মাকড়সার জালে|
নরম প্রশ্রয়ে কলঙ্কিনী জোছনা থাকুক আমাবস্যায়,
নীতিহীন গল্পের প্রলয়ের সাথে পরিচয় হোক এক শয্যায়|
আবার জন্মেছি আমি সুখের আংটি খুলে নিয়ে,
জল নূপুরের কলসী ফেলে দুঃখের গীতিকার হয়ে|
শুকনো ঠোঁটের রক্ত হয়তো ঝরবে ছন্দের কালিতে,
হৃদয়ের চশমায় জমবে ছাই ফেলনা ধূলো বালিতে|
তবু ভয় নেই পা যদি হয়ে যায় বেঈমান,
যদি আঙ্গুলের নিহত তালুতে না থাকে প্রমাণ!
আমি লিখে নিয়েছি একটি ইতিহাসের শেষ স্বরলিপি,
অন্ত প্রহরের কাঠগোড়ায় প্রতীক্ষায় আছি দিবস রজনী ব্যাপী|