নাইকো সুখের ধান ভেনেছি তোমার পূজোতে,
ডানা মেলা রোদ্র মুখর দিনের প্রাঞ্জল ছায়ার বুনোপথে|
মগ্ন রাতে সোজা হাতে রেখেছি গোলাপ কাটা সম্মুখে,
কথার পালকী নিদ্রিত থাকে দক্ষিণা বায়ুর শাখে শাখে|
অলস হাটুরের ক্লান্ত বিকেলের ঘাম মুছেছি তোমার রুমালে,
ঘরমুখী টিয়াদের সবুজ পালকের বাঁধন দিয়েছি খুলে|
সৃজন কলরবে কম্পিত চম্পকে দেখেছি শিখার কানন,
নিকট উচ্ছ্বাসে বর্ষাতি নয়নে প্রণয় আবেদন|
সময় বীথিকার চরণে সেধেছি তোমারে মরণে,
চমকিত শেফালীর সনে প্রভাত রাণীর গানে|
শঙ্খ মেঘে ভয়ের ঘুড়ি উড়ছে প্রতিক্ষণ,
বিহঙ্গ মন মোর গেঁথেছে যামিনী রথ অণুক্ষণ|
বেহুলার শয্যা ছেড়ে করেছি তোমারে আলিঙ্গন,
কুমারী শুকতারায় গড়েছি মধুকর নিকুঞ্জন|
নাইকো সুখের ধান ভেনেছি প্রতিমা তোমার সপ্তলোকে,
শ্যাম সন্ধ্যার গীত বুনেছি জোনাক তারার আলোকে|