হয়তো মানুষ হয়ে জন্মেছি বলে পাপ করতেই হবে,
ঘৃণার দর্পণে টেনে তুলে নষ্টের মুখোশ পরতেই হবে|
আজন্ম সংস্কার ভুলে সকল পাপিষ্টদের ডেকে নিয়ে,
মনের দূষণ ক্লাশ করবো,সেরা মূর্খতার পরিচয়ে|
মানুষ হয়েছি বলেই পতিতালয় গড়েছি মোরা,
অভুক্ত মনুষ্য পশুর ন্যায় হয়েছি আত্মহারা|
কাঁচা মাংসের লোভে কুমারীত্ব কেড়ে নিয়ে,
জারজ সন্তানের বীজ ঢেলে ফিরে আসি,নিজেকে সাধু সাজিয়ে|
মানুষ বলেই হিংসের মায়া,স্বার্থের ভালবাসা একই বুকে,
বিষাক্ত সাপের চেয়েও বেশী বিষ আমাদের নখে,ঠোঁটে,চোখে|
শক্ত মিথ্যার কথনে চিরন্তন বাণী দিয়ে,
ভুল সমাজকে কাঁপিয়ে,পিষতে থাকি দু'পায়ে|
মানুষ না হলে হয়তো পাপের সমুদ্রে জোয়ার আসতো না,
বিবেক বন্দী করে মহান শয়তানের রুপ পেতাম না|
আরো নিষ্পাপ হতে পারতাম এ জন্ম বদলিয়ে,
সুখী অসুখের গান গাইতাম,চিন্তাহীন মগজ চষিয়ে|