এই বহতা তটিনীর ওপারে তোমার বাস
তটিনীর চরে লেপটে থাকা দূর্বা ঘাস।
তোমার খেলার সাথী আকাশ
আকাশে সাদা গাঙচিল আর উপবাস।

পেত্নী'র মতো রূপ তোমার কাজল কালো কেশ
উপবাসের হাসিতে তোমায় লাগতো ভালোই বেশ।
সে-বার সন্ধ্যায় গেলাম আমি সন্ধ্য ছিলো বেশ
আকাশের কোণে মেঘ জমেনি তবুও হয়েছিলে নিরুদ্দেশ।

তোমার বহতা তটির কেশ ছাড়িয়ে রাখিতে রোজ
এই আঙুলে ছুঁত গেলেই হয়ে যেতে নিখোঁজ।
একদিন বাদ আসিতে তুমি দক্ষিণা পবনে
তা দেখিয়া লেখা হাসিটা কবিতার ভুবনে।