তোমারে পাইলে আমি
সুস্থ হইয়ে যাইতাম।
বেরামের বিছানা ছাইড়ে
উইঠে দাঁড়াইতাম।
বাপের লগে লাঙ্গল জোয়াল কান্দে লইয়ে
বন্দের মধ্যে মনের আনন্দে চাষ করিতাম।
তোমারে পাইলে আমি
নতুন একটা দুনিয়া পাইতাম।
বাপ-বেটা এক সাথে কাম করিয়া
চালা ঘরটা ভালা করিতাম।
মায়ের হাতের ভাঙা হাড়ি বদলায়ে ফেলতাম।
তোমারে পাইলে আমি
ভালা একটা গেরস্ত হইতাম।
কাজ কামের লোক রাখিতাম।
মোর বাপটারেও হজে পঠায়তাম।
তোমারে পাইলে আমি
বংশের নামটা বদলায়ে রাখতাম।
ফকির বাড়ির নামটা কাইটে
চৌধুরী বাড়ির সাইনবোর্ড দিতাম।
তোমারে পাইলে আমি
রাজার আমলের সভাকবি রাখিতাম।
বর্ষাকালে কবিতার আসর ডাকিতাম।
তোমার নামের কবিতা প্রতিযোগিতা দিতাম।
তোমারে পাইলে আমি
সুস্থ হইয়ে যাইতাম।
আরেকবার যাইয়া মায়ের কবরটা
জিয়ারত করতাম,
দুইহাত তুইলা দোয়া চাইতা।