তাল পাতার বাড়ি
চাইনা কিছু আহামরি ;
শ্রাবণে ভাসে বাদলের জলে
নিজেকে সযত্নে নেয় সামলে;
ঝড় বাদল যাই আসুক
ধৈর্য করে জয়, হয় না উৎসুক।
তাল পাতার বাড়ি
একটুতেই ভাসে সারি সারি;
জাগায় না পরিপক্ব শক্তি
তা না হয়, ক্লান্তিক্ষনে করে তো
একটু ভক্তি।
তাল পাতার বাড়ি
দেয়ালে তো সাজায় নুড়ি;
গোলপাতা তাল পাতায় সাজানো সবই
পরিবারের নিরাপত্তা ক্ষণে করে জয়;
সঙ্গী ভাসায় ভেলায়।
পরিকল্পনা নিয়েছি সামনে করব টিনের চালা।