এ ঘাটে কখনো আসি নি আমি
দেখিনি স্বপ্নেও তোমায়!
বড় রূপ তোমার,
ঝিনুক ভাঙ্গা হাসি।
এভাবে পাড় হইয়-না,
হইতে পারিবনা মাঝি।
গৃহ তুমার কোন গায়ে?
ওপারেই থাকো নাকি?
কথা না বলিয়া হাসিছো কেন?
আমি যে বারংবার
জিজ্ঞাস করিয়া যাচ্ছি?
কথা তুমি না কহিলে,
শিয়ালদহ আমি ছাড়িব না।
যতদিন না পাইবো পরিচয়,
এ-যে বড় সুন্দর ঘাট!