প্রিয়তমা,
যদি আমাকে ছাত্রলীগ ভেবে নিষিদ্ধ করো
আমি তোমার কাছে রো হয়ে ফিরবো।
তাতে যদি পরদেশী গোয়েন্দা মনে করে
বিমানের টিকিট ধরিয়ে দেও,
আমি আবার ডাকাত হয়ে ফিরবো।
তোমার মনে ডাকাতি করবো।

যদি আমাকে ডাকাত ভেবে
মসজিদের ঘোষণা করো,
❝গ্রামবাসী ডাকাত আসছে ডাকাত❞
আমি তখন দারোয়ান হয়ে
তোমার মনের পাশে ডিউটি দিবো।

তবুও যদি বুঝতে পেরে নিষিদ্ধ করো
তখন আমি, প্রেমের স্কুলের ছাত্র হয়ে
তোমার বাড়ি ঘেরাও করবো।
শ্লোগানে শ্লোগানে দাবি করবো
❝প্রহসনের মুক্তি চাই, বিনা শর্তে তোমায় চাই❞

তবুও যদি পণ করো
আমায় যদি মানতে না পারো।
আমি এইবার আনসার হবো।
সকাল সন্ধ্যা শ্লোগান দিবো
তুমি কে? আমি কে?
❝প্রেমি আর প্রেমিকা❞

এই বেলাও যদি আমাকে নিষিদ্ধ করো
আমি এইবার রিকশার ড্রাইবার হবো।
তোমাকে পাওয়ার ৭ দফা দাবি দিবো
এইবারেও আমি তোমায় চাইবো।

শেষ বেলাতেও যদি নিষিদ্ধ করো
আমি এইবার প্রেমিক হবো।
সত্যিকারের প্রেমিক হবো।
মন থেকেই তোমাকে চাবো।