আমাদের দেখা হয়েছিলো
বছর খানেক আগে
কথা হয় না বছর দুই ধরে।
শেষবার দেখেছিলাম তোমায়
পড়নে লাল টুকটুক শাড়ি
যাচ্ছ নতুন বরের বাড়ি।
কথায় তুমি বলেছিলে
ছাড়িও না কোন দিন মোরে।
অথচ আমি থাকলাম তোমায় ভেবে
তুমি চললে অন্যের ঘরে।
এভাবেই দেখবো তোমায়
ভাবিনি কোন দিন।
একি প্লাটফর্মে একি কামরায়
মুখোমুখি বসেছিলে সেদিন।
সাথে তোমার পিতা মাতা ছিলো
নাকি তোমার বরের কেউ।
অপেক্ষায় আমি তৃষ্ণা ছিলাম
যদি ইশারায় কথা কও।
প্লাটফর্মের পর প্লাটফর্ম গেলো
এবার নামিবার পালা
অপেক্ষা আমার ক্ষান্ত হলো
কথা হইলো না শেষ বেলা।