প্রভু তোমার তো খুব পছন্দ,
অনুতপ্ত চোখের পানি।
আমি দিতে চাই সে আনন্দ,
কবুল করো এই বানী।
খুব গোপনে ডাকি তোমায়,
কিংবা রাত্রির শেষাংশে।
সবচেয়ে খুশি হও নাকি,
এভাবে ডাকার উল্লাসে।
তোমার পথে হাঁটে যে জন,
তুমি তো তার দিকে দৌড়াও।
করে নাও তোমার প্রিয়জন,
ভুলগুলো সব ক্ষমা করে দাও।
ভেবেই তো গেল বিশ,
তোমার থেকে রয়েছি দূর।
পেয়েছি যখন সঠিক হাদিস,
দিয়ে দাও তোমার নূর।
তোমাকেই ডাকি আর,
তোমার কাছে করি প্রার্থনা।
যেদিন তুমি করবে বিচার,
করে দিয় মাফ শাস্তি দিও না।