এক যুগের পর তোমার সাথে আমার দেখা!
তোমাকে একবার দেখা পাবো বলে
মহাদেব সাহ'র ইচ্ছে মতো
এক আলোকবর্ষ পথ হাটিতেছি।
কারাকোরাম পর্বতমালার বয়ে চলা
বালটোরা অপন মনে অতিক্রম করেছি।

পাড়ি দিয়েছি তপ্ত দুপুরে পিচঢালা কংক্রিটের রাস্তা
মিশরের সুউচ্চ দেওয়াল আর শৃঙ্খ।
কিন্তু এক মহাবিশ্বে তোমাকে দেখিনি
পায়নি মখমলের উষ্ণতা আর ছোঁয়া।

তোমাকে আমিও একবার দেখেছিলাম
বেণীগাঁথন চুলে পূর্ণচন্দ্রের দেশে।
মাঝমধ্যিখান হারিয়ে গেলে প্রলয়ঙ্কারী দ্বন্দ্বে।
এইবার তোমাকে দেখিলাম
অষ্টপায়ের রথে শেষ সাজানো সাজিয়ে
মহাকালের অতল গহীন পথে।