আমি যদি মেট্রো হতাম
আমাকে পোড়ানোর গন্ধ হতো।
গন্ধে তোমার শ্বাসকষ্ট হতো
বুকের ভিতর ক্ষত জন্মিতো।

আমি যদি ফ্লাইওভার হতাম
আমাকে ভাঙ্গার শব্দ হতো।
শব্দ তোমার কান্না আসিত
বুকের ভিতর ক্ষত জন্মিত।

আমি যদি ভবন হতাম
আমার ক্ষতির মূল্য হতো।
ক্ষতি হিসাবের কমিটি হতো
ঢালাওভাবে খবর ছাপিত।

আমি যখন মানুষ হইলাম
তখন আমার মূল্য হারালাম,
বেওয়ারিশ হিসাব দাফন হলাম,
নরী হয়ে ইজ্জত হরালাম,
নর হয়ে বন্ধি হলাম।