তোমাতে বসিয়া মিশিয়াছি আমি
ভুলিয়াছি মোর প্রভু।
দোজখের অনলে পুড়িবে মোরে
মনে পড়ে না  তবু।

তুমি কি আমার বিধাতার লিখন?
নাকি জোরের খন্ডন?
তোমাতে মিশিয়া মরেছি আমি
মাকে দিয়েছি ক্রন্দন।

এতো ক্রন্দনে চক্ষু গেলো
শেষে ছাড়িলো রুহ।
আমাকে নিয়ে এতো ভাবিলো
এখন নাইতো কেহ।

তুমি কি আমার আর্শীবাদ ছিলে
নাকি দোজকের অনল?
তোমার জন্য মাকে হারালাম
বাবা হইলো পাগল।