উদার পৃথিবী ফুল ফল ফসল
মাতৃ স্নেহের অকৃপণ ধারা তোমার।
এই অবারিত দানে লব্ধ দেহ বল
দিয়ে করলে নারী সম্ভ্রম সংসার।
দীন হীন দুর্বলের ধন লোভে লিপ্ত
কাটে দিন পাপের প্রসাদ রচনায়।
মানুষের ভাগ্য চুষে করে তারে ক্ষিপ্ত
দুর্বিপাকে তুমি দরিদ্রের অন্তরায়।
ধিক!ধিক!ধিক কাপুরুষ কুলাঙ্গার
নারী হলো কষ্টে ক্লিষ্ট অশ্রুতে সজল
ভোগে তোমার, নিঃস্ব হারায় অধিকার
পাশে নেই স্বান্তনার বাণী তার
দীন বাড়ে অনটন, বেদনা অতল
দীর্ঘ হয় পাপ, নামে অন্তিম প্রহর
যেতে হয় একা, জীবন হল নিষ্ফল।