বহুকাল নিথর রইব পড়ে ঐ বাঁশ বাগানে,
পুড়ে পুড়ে ছাই করিবে নরকের অনলে।
দেখবে না কেও, উইপোকা’র ঢেও
কেমন করিয়া খাবলে খাচ্ছে দেহটা।
কত'ই না বিলাসিতা ছিলো রাজ্যে?
পায়ের উপর পা, বালিশের উপর হাত
ঐ বিলাশিতা সবই যে আপদ।
বৈচিত্র্যময় আয়োজনে সাজানো জীবন
এভাবে নিথর রইব পড়ে কে জানে মন!
জগৎ বিখ্যাত খ্যাতি, অমাবস্যার রাতে
দেখিতে ভরা পূর্নিমার জ্যোতি।
সবাই যে ছিলো এ জগৎতের লোভ
কখনো খুঁজে দেখছ কি মন?
ক্ষণিকের সুখের উল্লাসে
এ দেহ ভেসে যাচ্ছে নরকের রাজ্যে।