কবিতা: নীল পদ্ম
কলমে: সাব্বির রহমান সাবিল।
সে বেলায় তুমি ঘুমিয়ে গেলে
আর ফিরে একবার আসলে না।
সদ্যোজাত শিশুর চিবুক ঘন চিৎকারে
তোমার শেষ ঘুম আর ভাঙলো না।
এম্বুল্যান্স থেকে পালকিতে নিলাম
চোখের পুলক খুললে না।
গলার প্রিয় লেকলেস খুললাম
একটু বাধাগ্রস্ত পেলাম না।
গরম জ্বলে গোসল করালো
একটু শব্দোচ্চারণ করলে না।
ঠাণ্ডা তোমার প্রিয় ছিলো
মুখ ফুটেও একবার বললে না।
সাদা বসন তিক্ত ছিলো
রঙিন প্রচ্ছদে সাজালো না।
সাদা বসনি পড়িয়ে দিলো
আমার কথা শুনলো না।
নীল পদ্ম তোমার প্রিয় ছিলো
খোঁপায় রাখিতে দিলো না।
আগরবাতির আপনা ঘ্রাণ
তোমার পিছু ছড়ালো না।