তোমার চোখের পাতায় জানাক বাস করে।
চোখের পাতা বন্ধ করিও না,
দুনিয়াটা কালো মেঘে ডুবে যাবে।

তোমার হাসিতে গোলাপের পাপড়ি পড়ে।
হাসি তোমার মলিন হলে,
পৃথিবীর রঙ হারিয়ে যাবে।

তোমার নিঃশ্বাসে ভালোবাসা ঝড়ে।
নিঃশ্বাস বন্ধ করিও না,
ভুবনের প্রেম শূন্য হয়ে যাবে।

তোমার সাজানো চুলের কেশে পদ্ম হাসে।
এলোমেলো করিও না,
সূর্যের আড়ালে পৃথিবী এলোমেলো হয়ে যাবে।