শহর থেকে একটু দূরে
ছোট্ট একটা গ্রাম।
সেই গ্রামেই মাওই বাড়ি
মহুয়াডাঙা তার নাম।
যাত্রা মোদের কথা ছিলো
জোহরের আজান হাকলে ।
সেই যাত্রা শুরু করে ছি
সূর্যির আলো নিভলে ।
যাত্রাকালে সঙ্গী হতেন
মোর পরাণের সখী।
কেন্দুয়াতেই রাত্রি নেমেছে
কেমনে তারে ডাকি ।
চলতি পথে কতো কথা
সঙ্গী মোরা তিন জন।
মাওই বাড়ি রান্না হয়েছে
মোদের রাতের ভোজন।
ভোজন শেষে বিদায় পালায়
ফের নিমন্ত্রণ দিলেন।
সময় পেলে সবাই মিলে
মোদের বাড়ি আসবে ন।