কবিতাঃ লেখ না আমায়

কতদিন হলো আমাকে লেখনা না তুমি।
লেখনা আমার চোখ
আমার হাসি, চুল কিংবা কানের দোল।

আগে তো কত করে লিখতে?
একাডেমিক হ্যামিলটন, পয়সন
কিংবা ফুরিয়্যারের জটির ধারার ফাঁকে।
সহজ উপমা দিয়ে মায়া করে
কবিতার ছন্দেগন্ধে আনন্দে।

ভুলে গেছো তুমি?
ভুলে গেছো তুমি আমাকে আমার ছবিকে?

কতদিন পর নয়, ভুলিনিও তোমায়
এখনো লিখছি এখনো লেখি তোমায়।

ঐতো সেদিন লেখিলাম তোমায়।
শরৎের শাড়ি পড়ে কাশ বনে যাও
"শনের মতো চুল,
ঝুমকোলতা কানের দোল।
মুখটা ভরা মুক্তার হাসি
তাই দেখে লিখেছিলাম 'ভালোবাসি' "।

পড়নি তুমি?
এখন কি পড় না আমাকে,
আমার লেখাকে, কবিতাকে?