পোড়া গন্ধে চারপাশ ঘিরে ধরা
ভিনদেশী আনন্দে তুমি মাতোয়ারা।
ঘরে অন্ন নেই,
মায়ের পরনে ছেঁড়া শাড়ি
ভিনদেশী নিমকহারাম পতাকাটি,
উড়ে দেখি তোমার বাড়ি।
চারিদিকে মহামারী থাবা,
ইউনিটে লাশের সারি
কর্মমুখী ঘর হারায়,
তুমি বানাও বাগান বাড়ি।
হারানোর শোকে কান্নায় বাতাস ভারি
ক্ষণিকের সুখে, তুমি খুজ বেশ্যা নারী।
বিমলতার পেটে অন্ন নেই,
সাজায় সারি সারি হাড়ি
তোমার তো হাড়ি নেই
তবুও অন্নে কেন ছড়াছড়ি?
বেওয়ারিশ আমি ছকিনার ঘরে জন্ম
ইংলিশ মম তোমার
তবুও আখ্যায়িত কেন কু-জন্ম?