আমি খাদ্য ,আমি অখাদ্য
আমি স্বাদ ,আমি বিশ্রী গন্ধ।
আমি কারো ডাস্টবিনের স্তুপ
আমি কারো পেটের সামান্য কীট।
আমি ক্ষুদা ,আমি পেটের রোগ
আমি ক্ষুদ্র , আমি জীবনের যোদ্ধ।
আমি সর্বদা মহামারীর চেয়ে তীব্র
আমি সকল রোগের মহা-মন্ত্র।
আমি শক্তি, আমি দুর্বল
আমি রোগ, আমি ঔষধ।
আমি অভাগাদের প্রতিনিয়ত স্বভাব
আমি সৌখিনদের উচ্ছিষ্ট আশ।