যদি একবার বলতে
ভালো আছি,
ভালো থাকবো।
হার মানবো না কখনো।
মন কামনা পূর্ণ হতে সক্ষম হবো।
যদি একবার বলতে
ভালোবাসি ভালবেসে যাবো!
কয়েকদিন শুধু অপেক্ষা করো।
সব দুঃখকে অতিক্রম করে নেবো।
যদি একবার বলতে
বিশ্বাস ভরসার কিছু কথা।
যেতে হতো না আমায় পোকার দেশে।
এখনো সেই কথা শুনার জন্য
প্রতিটি মুহূর্ত অপেক্ষারত প্রতিটিক্ষণে।