তুমি বর্ষার অপেক্ষায় দিন গুন
আমি বর্ষার উপেক্ষায় প্রহার গুনি।
তুমি বর্ষা বরণে বরণডালা সাজাও
আমি বর্ষার নিপীড়নে দুঃখের সানাই বাজায়।
তুমি বর্ষা এলে চিলেকোঠায়
বৃষ্টি বিলাস কাটাও ভিষণ মুগ্ধতায়।
আমি বর্ষা এলে ঘর ছেড়ে
আশ্রয়কেন্দ্রে খুঁজতে হয় হতাশায়।
তুমি বর্ষা এলে রোজকার মেনুতে রাখ
নানান খাবারের পাশে ভাল-বাজি।
আমি বর্ষা এলে ক্ষুধার জ্বালায়
এক-সপ্তাহের বাসি পান্তা খেতেও রাজি।
তুমি বর্ষার আকাশে মেঘ দেখিলে
বৃষ্টির তালে নাচ।
আমি বর্ষার আকাশে মেঘ কাটিলে
হাফ ছেড়ে বাঁচি।
বাদল, বর্ষা সবার জন্য সুখকর নয়,
আমার কাছে বদল,বর্ষা জীবনের পরাজয়।