এই যে প্রতিদিন মৃত্যু মৃত্যু খেলা চলে রোজ
ভাবনা- চিন্তা- ক্রোধ- হিংসা- মন- মস্তিষ্ক
সব একই পথে আসে
তোমাকে নিজের করে ভাবতে দেয় না।
মন থেকে মাথা বেশি কাজ করে
দ্বন্দ হলে লাভ- ক্ষতি তো থাকবেই।
তুমি চোখ বুঝলে তোমার শান্তি।
একজনের মুক্তি, আর অপরজন
চিরকালের জন্য হারাবে।
অনেকগুলো বছর বুকে আগলে রাখার দুঃখ
কয়েক মিনিটে বুঝতে শেখাবে
কাছের মানুষগুলো কে।
কি পেলে! কি দিলে!
কি হলো এতো কিছু করে।
হিসেবটা মৃত্যুর পরেও চাই মানুষ
জীবনটা শেষ হয়ে যাওয়ার পিছনেও
লাভ-ক্ষতি আছে।