সমাজ সামাজিকতাকে ভুলে
আমি তোমাকে কুকুরের মতো চাইতে চাইতে
ভুলে গিয়েছি আধুনিক সভ্যতাকে।
ভুলে গিয়েছি দুই মহাদেশের
রক্তক্ষয়ী যুদ্ধকে, সহানুভূতির ইচ্ছাকে।

আমি তোমাকে না পেলে
মরে যাবো ফুটা ফুটা রোধে।
ঝিরিঝিরি বাতাসে কিংবা ক্রুশবিদ্ধ হয়ে
চুপিচুপি বের হয়ে যাবে আমার আত্মা।

আমি মরে গেলে
থেমে যাবে মহাদেশের যুদ্ধ,
শেষ হবে মানুষ মানুষকে পাওয়ার আকাঙ্ক্ষা।
মুক্তি পাবে তুমি এবং তোমার জেল জীবন।

১৩ নভেম্বর,২০২৪
লেখা- সাব্বাস রহমান।