দুরন্ত কিশোর দল। মেঘ ডাকা আকাশ,
নদী যৌবনে তুলেছে পাল মাঝি।
কাদা মাটি থ্যাক থ্যাক,
দুধ সাদা ল্যাম্পপোস্ট।
কাকের কা কা ডাক। জমা জল ছোপ ছোপ।
খেলার বিশাল মাঠ। রিকশা ভাড়া দ্বিগুণ।
ছম ছম বৃষ্টির টানা ডাক।
কাকভিজে রিকশাওয়ালা খেপের হাক।
বর্ষার বুকে মানুষের ভিড়
পরিশ্রমের দামটুকুই মেহনতি নিক।
অযাচিত প্রশ্ন আসে না।
শহরে লাগোয়া নদী। বস্তি মহল্লা জলবদ্ধ।
দায়সারা নির্মান পয়ঃনিষ্কাশন।
খাবারের তীর্ব সংকট। সরকারের সবইতো অযত্নে।
মানুষ দারিদ্র্য সীমা বাস।
পথশিশু একটি রুটি হাহাকার
আকাশ থেকে দেখছে চিল
একটি জল চিবুক হাঁসফাঁস।