কবিতা: দিশা

সোনাকাতার মেয়ে তুমি
দীঘল কালো কেশ!
তোমায় যখন প্রথম দেখি
মনে লাগে বেশ!!

মুখটা ভরা হাসি তোমার
বুকে চাপা কথা!
সর্ব কিছু জানার পরেই
তোমায় দিয়েছি কথা!!

কথায় তুমি বলেছিলে
ভালোবাসিতে পারো!
সর্ব কিছু জয় হইলে
আমায় পেতে পারো!!

তোমার দেওয়া শর্তে আমি
হাঁটতেছি বহুদূর!
আর কতটা পথ হাঁটিলে
ফুটিবে তোমার ভোর!!