বঙ্গদেশের ছেলে তুমি, বঙ্গবন্ধুর প্রাণ;
আদর করে রেখেছিল রাসেল তোমার নাম।
শেখ বাড়ির ছোট্টমণি, থাকতে হাঁসিখুশি ;
তোমার প্রতি স্নেহ ছিলো সবার বেশি বেশি।
ছোট্ট থেকেই চতুর ছিলে, বঙ্গবন্ধু মতো;
তোমার চোখেই বঙ্গবন্ধু স্বাধীনতা দেখতে পেতো।
তোমায় নিয়ে স্বপ্ন দেখতো, আর্মি হবে তুমি;
বীর বেশে জয় করিবে প্রাণের বঙ্গভূমি।
বাবাকে দেখতে যাইতে যখন, জেলার কারাগারে
বঙ্গবন্ধু দেখতে পেতো অদম্য বীর তার ঘরে।
পচাত্তরের পনেরো আগস্ট, কালো বাহিনীর হানা
এক নিমিষে নিভে গেলো রাসেল সহ আপন প্রাণ জনা।