এলো কেশী পাগল বেশে
কানে সোনার দুল,
গলায় তাহার মালা পরে
তাজা বকুল ফুল।
লাল টিপ কপালে তাহার
কাজল কালো আঁখি,
মুখের ভাষা লাগে যেন
প্রাণের ময়না পখি।
ডাগর ডাগর দু আঁখিতে
আছে যাদু টনা,
চোখাচোখি পড়লে বাঁচে
আবার কোন সে জনা!।
হাসি তাহার লেগে থাকে
ভর পূর্ণিমার আলো
সে হাসিতে হৃদয় জুড়ায়
লাগে অনেক ভালো।
খোঁপায় পরে প্রাণ প্রিয়াসী
কৃষ্ণচুড়া ফুল,
তারে ভালো বাসতে কভু
হয়নি একটু ভুল।
নাকে তাহার নোলক পরা
হাতে কাঁকন বালা,
সেই বন্ধুর প্রেমে পড়ে
বুকে দারুণ জ্বালা।
গঠন গাঠন লাগে তারে
ইন্দ্র কুলের পরী,
একটু খানি না দেখিলে
দরপরাইয়া মরি।
আলতো পায়ে চষে বেড়ায়
সবুজ শ্যামল গাঁয়,
রসিক সুজন দেখলে তারে
গুনগুনিয়ে গায়।
বোঝে না সে মনের ব্যাথা
দিলে হৃদয় চিরে,
বেঁচে থাকুক ভালোবাসা
তার প্রেমেরই তরে।