পিছলে গেছে ভিজে যাওয়া
বুদবুদ ডানা
আফসোস,
কেবলই আফসোস করি।
ক্যাবের পেটে জমা লাল-নীল শার্ট
দুপ করে আলো নিভে
পৃথিবীর গা বেয়ে চুপ করে নেমে আসে
হাজাও বন্ধ্যা নীলচে তরল।
জন্মেছে এক পসলা রোদে,
বুদবুদ সাতকাহনের নাম পেয়েছে
রামধনু!
মুচকি হাসি -
লাল পেড়ে সাদা শাড়ি
দুপ করে জ্বলে আলো
পৃথিবীর নীলচে গায়ে লাল তরলের ছাপ।