এক বুক স্বপ্ন নিয়ে এসেছিলাম এই শহরে !
তিন চাকার আয়ে , গায়ের জোর দিয়ে
ছনের ঝুপড়ি ছেড়ে উঠেছিলাম দোচালা ঘরে ।
উঠতি কালে নিষেধ করেছিলো মোরে !
আর ক'টা দিন পরে , দু-পয়সা জমা করে
ছনের ঝুপড়ি ছেড়ে না হয় উঠি দোচালা ঘরে ।
নিষেধ কালে শুনিনি আমি বেশ বকে ছিলাম তারে !
উঠতি বয়সী মেয়ে , নরপশু গেছে ছেয়ে
কেমনে থাকব, কষ্ট হলে ও যাচ্ছি দোচালা ঘরে ।
বিবেক তাহার ভালোই ছিলো অযথা বকেছি তারে ?
উপোস এখন কাটছে দিন , দিচ্ছে চাপ ঋণে
ওরে , ধরনীর এমন অসুখ হবে কেন বললি নারে ?
গত পহেলা বের হয়েছি একটু ঘর ছেড়ে !
সম্বল টুকু তুলে নিল, বজ্র পড়লো দিলে
আর বাঁচতে চাই নে , একটু বিষদে যাব ধরণী ছেড়ে ।