কাশফুল বাধাই করা তেরো আনার ধার
এ পাড়ে আমার বাড়ি ও পাড়ে আতসির।
গোধূলির আলো মাখা মেঠো পথে পরিচয়।
ক্ষণে-দিনে ভালোলাগা ভালোবাসা।
তেরো আনার পথ ধরা একমনে হাঁটাহাঁটি
কতো কথা, কতো সৃতি সবই করতো বসমতি।
সেদিন শ্রাবণে কথা দিয়েছিলে, তুমি আসবে।
তুমি জানোনা বৃষ্টির শব্দে সমস্ত দিন
তোমার পায়ের শব্দ শুনেছি।
মনে হয়েছ কতো অসম্ভব দূর থেকে তুমি আসছো?
তার ঠিক জানা নেই।
শেষ কালেই তো পৌঁছাইলে আমার জীবনে।
জানোনা আমার জীবনে মাঝখান ছিলো কুর্সি
আজ সেখানটায় কানায় কানায় ঝাঁপিয়ে ভরে উঠলো।
তারি উপর আলো ঝলমল করে,
আকাশের সমস্ত ছায়া পড়ে।
আজ যেখানটায় হয়েছে সবচেয়ে উজ্জ্বল।