দু'চোখ পানে যাহা দেখি সবইতো মোর
গাঁ হইতে গঞ্জের হাট, বাপী হইতে নই।
মোর যাহা আছে ঠাহর করে হায়ান মুজরা।
প্রাচ্য-পুরুষ তালুকদার জন্মান্তরে মোরাও
খরিদ করিনো কিছু, বংশের চোটে হয়েছে সব।
প্রাচ্যের দু'পুরুষ জোয়া,তামাকে লিপ্ত।
জন্মান্তরে এই মত্ততা লেগেছে মোর।
বন্ধু মোর কামালর ছৈইলে থাকে মোর কাছে।
এইসব তাদেরই, বংশ মোর নিয়েছে চেটেপুটে।
অবৈধ বড় কঠিন পাথর, চেপেছে মোর বক্ষে।
সহিতে আর পারিনা অসব নিয়ে যা
যাহা পড়ে দুচোখে।