তোমাদের সাথে পথ হাঁটছি অনেকদিন
চলছে সাথে ছায়ারাও অবিরত।
উপরে বিস্তীর্ণ নীল মণ্ডপ—
স্বেচ্ছাচারী মেঘ সেঁটে থাকে তাতে নিজের মতো।
ওড়ে শঙ্খচিল।
অটবির গভীর জটিল ছায়াগুলো বুঝিনি বলেই
শিকড় ছেড়েছি বহুকাল হলো।
হাঁটছি… হাঁটছি, ছায়ার সাথে।
এই শহরের চৌকোনা ছায়ারা
সটান পড়ে থাকে রাজপথে।
দিনভর সামরিক প্যারেডের মতো
একসাথে নড়ে। ঢক বদলায়।
ছায়া বয়ে বয়ে আমরা এসেছি এদ্দুর।
ক্লান্ত পথিক।
সামনের চৌরাস্তাটি অচেনা ভীষণ।
দাড়িয়ে আছি।
ছায়ারাও থেমে আছে।
ঐযে পলকহীন নীঃসাড় লালবাতি—ট্রাফিক সিগন্যাল।
একখানা ছায়া। নিষেধের বেড়া ভেঙ্গে দিলো।
আমাদের ছেড়ে নেমে গেলো রাজপথ ধরে।
তুমি অস্ফুট বলেছিলে- ঐ দেখো, মেঘ ছেড়ে গেলো আমাদের।
রাজপথে বিশাল মিছিল গড়ায়
সোচ্চার শ্লোগান—‘ছায়াশব্দের মুক্তি চাই’!
অথচ আমরা এখনও দাঁড়ানো এক নষ্ট সিগন্যাল।
৩১/০১/২৩