চন্দ্রালোকে ফানুস
ইচ্ছে করে ফানুস হয়ে
রাত দেয়ালে লটকে গিয়ে
ছায়াপথে নক্ষত্রের সংখ্যা বাড়াই।
মনটাকে শূণ্য করে
রজন জ্বেলে তার ভিতরে
রঙিন আলোর বহুতলক ফানুস উড়াই ।
এই না শুনে বাঁশের ঝাড়ে
জোনাকগুলো ধন্দে পড়ে
তড়ি ঘড়ি সভা ডেকে
সালিশ চাইলো ঋক্ষালোকে-
কোনটি সঠিক, কোনটি ভালো,
ফানুস নাকি প্রবারণার চাঁদের আলো;
সব পক্ষ ‘তারা’ বললো; চাঁদ না, নয়তো ফানুস;
তাইনা শুনে চাঁদ লুকালো মেঘের আড়ে ফানুস নিভে ফুশস্।।