চৈতালি পূর্ণিমা
পূর্ণিমার আলোয় কবিতার রাত ছিলো আজ
অথচ এখন গুমোট চৈত্রের জোছনায়
উড়ে শ্মশানের ধোঁয়া;
শিশিরের দাহ শেষে
নদীর পাড় ধরে হেঁটে চলে দল বেঁধে পরাজিত কায়া
পা চলে না, শরীরে নুয়ে পড়ে যেন রূপালী জলে।
হঠাৎ ছোঁ মেরে নিয়ে পুরুতের ভেজা উত্তরীয়,
এক গিঁটে চোখ বেঁধে রাত বলে উঠে-
গাঙের উজানে শ্মশান ভেসে না গেলে,
জোছনায় চোখ মেলে চৈত্রের কাব্যরা
কবিতায় ফিরবে না কোনদিন আর ।