রূদ্ধ আলোয় জন্ম নিলে তুমি।
জন্মান্তরের অধীর নেশায় তখন মত্ত আমি।
ঘুরন্ত পৃথিবীকে থমকে দিতে চেয়েছিলেম।
দেখাতে চেয়েছিলেম বিশ্বকে
এই অস্থির ভূখণ্ডের স্থবিরতা।
কিন্তু না,
রূদ্ধ আলো,রূদ্ধ আলো,আবারো রূদ্ধ আলো।
বিদীর্ণ অন্ধকারে আবারো সেই রূদ্ধ আলোর উপস্থিতি।
আলোর খেলায়,আলোর নেশায় মেতে উঠলেম আমি।
রঙহীন এই আলোয় তোমায় স্বাগত জানালেম।
চোখে আবার রঙিন চশমা পড়লেম।
ইস্ত্রিহীন মোচড়ানো শার্টগুলো আবার ইস্ত্রি হলো।
পায়ে আবার সদ্য পলিশ করা চকচকে কালো জুতো।
ভীড় ঠেলে আবার বাসে উঠলেম,
চেনা গন্তব্যে যাত্রা শুরু হলো নিত্য।
হঠাৎ আবার রুদ্ধ আলো বেঁকে বসল।
গ্রাস করল অন্ধকার,কলমের কালি বঞ্চিত হলো।
নগ্ন আমি নিভৃতচারী হলেম নীরবে।
আলো এবার বার্তা নিয়ে এলো,মুক্ত আলোক বার্তা।
সজোরে শ্বাস নিয়ে, বিধ্বংসী মনোবলে,হ্যাঁচকা টানে
দরজা খুলে দেখি-
আবারো সেই তুমি,,,,,,,