প্রিয়তমা আমার,
বিশ্বব্রহ্মাণ্ডের শত কোটি পাথর বিচূর্ণ হল,,,,,
হাজার বছর ধরে তা পরিণত হল উর্বর ভূমিতে,,,,,
সেই মাটিতে প্রথম যে ফুল জন্মেছিল,
সেই ফুল তোমাকে উপহার দেবার বাসনা নিয়ে আমি তোমার কাছে গিয়েছিলাম,,,,,
তুমি কি কখনো কৃষ্ণপক্ষ দেখেছ!
কৃষ্ণপক্ষ দেখাবার বাসনা নিয়ে আমি তোমার কাছে গিয়েছিলাম,,,,,
তোমার কাছে গিয়েছিলাম আমি,
অন্ধকারাচ্ছন্ন অমাবস্যাতে পূর্ণিমা দেখানোর বাসনা নিয়ে,,,,,
আমি তোমার কাছে গিয়েছিলাম
কুচকুচে কালো পানির রাত্রিকালীন রহস্যময়তা দেখানোর বাসনা নিয়ে,,,,,
আমি তোমার কাছে গিয়েছিলাম,
প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা অন্য প্রকৃতির অপার সৌন্দর্য দেখানোর বাসনা নিয়ে,,,,,
আমি তোমার কাছে গিয়েছিলাম,
নীলাভ সাগরের বর্ণহীনতা বুঝানোর বাসনা নিয়ে,,,,,
আমি তোমার কাছে গিয়েছিলাম,
নির্লিপ্ততার মধ্যে লুকিয়ে থাকা গভীর বেদনা দেখানোর বাসনা নিয়ে,,,,,
আমি তোমার কাছে গিয়েছিলাম,
প্রচণ্ড কষ্টের মাঝে একটু শান্তির পরশ দেবার বাসনা নিয়ে,,,,,
আমি তোমার কাছে গিয়ে গিয়েছিলাম,
কনকনে শীতে একটু উষ্ণতার ছোঁয়া দেবার বাসনা নিয়ে,,,,,
আসলে,আমি তোমার কাছে গিয়েছিলাম,
তোমায় ভালোবাসতে,তোমার ভালোবাসা পাবার বাসনা নিয়ে,,,,,,,,,,,,,