যদি কোনদিন শোন
মোবাইলে কল দিলেই বলছে
আপনার ডায়ালকৃত নম্বরে এইমূহুর্তে
সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না
একটু পরে আবার চেষ্টা করুন।
বন্ধুদের খোজ নিতে বললে
তারা দেখল,বাসা তালাবদ্ধ।
অদৃশ্য হয়ে গেলাম আমি
হারিয়ে গেলাম আমি চেনা জগত থেকে।
কি করবে তুমি!
কান্না কাটি করবে! কতদিন!
এক,দুই,তিন বা সাত দিন,
এরপর হয়তো বছরান্তে একদিন,
হয়তো মনে পড়বে,হয়তো না।
জগৎ-সংসারের ব্যস্ততায়, মনের কোণে
একটুও কি থাকব আমি!
হয়তো না,থাকবার কথাও না,কেনই বা থাকব!
সত্যিই হারিয়ে যেতে ইচ্ছা করে।
গৃহত্যাগী হয়ে যাব একদিন,
হয়তো বেঁচে থেকেই,নয়তো মারা গিয়েই
মারা যাব সবার কাছে।
কি ই বা আসে যাবে!
এই সংসারের কোটি মানুষের ভীড়ে,
একজন মানুষের কিইবা মূল্য আছে!
মূল্য নাই,কোনই মূল্য নাই,
সময় নেই মূল্য দেবার!
ব্যস্ত, সবাই বড় বেশী ব্যস্ত,ব্যস্ত থাকতে হয় সবার
জীবীকার টানে,ভালবাসার টানে,যৌনতার টানে,,,,,