যান্ত্রিক এই শহরে,
সভ্যতারই প্রহারে,
হারিয়ে ফেলেছি ভালোবাসা,
তিলোত্তমার আঁধারে।
কংক্রীটের এই জনপদে,
ব্যস্ততারই জাঁতাকলে,
হারিয়ে ফেলেছি স্বপ্নগুলো,
আকাশ ঢাকা ছাদের তলে।
কালো ধোঁয়ার এই নগরীতে,
এসিড বর্ষণে ভিজে,
পচন ধরা চামড়ার নীচে,
হারিয়ে ফেলেছি নিজেকে নিজে।
লোহায় গড়া এই লোকালয়ে,
লৌহকঠিন এই হৃদয়ে,
মরচে ধরেছে মানবতায়,
বিবেক গিয়েছে নষ্ট হয়ে।