বাস্তবতার কষাঘাতে
আঁধার রজনী নামে ত্রাস হয়ে,
দারিদ্রের বুলেট ছিন্নভিন্ন করে
শিশুর কোমল হৃদয়।
ধর্ষকের শীৎকার কানে বাজে
বজ্রশব্দের মতো।
ছিন্নযোনীর রক্তস্রোত রাজপথে
আঁকে ধর্ষিতার আক্রোশ।
জননীর অশ্রু লেখে
অভিশাপের বাণী।
যুবকের রক্তে রং বদলায় মাটি
জন্ম নেয় বিপ্লবের বীজ।
ধরণীমাতার বুকে অজস্র পাপের আঁচড়
কালসাক্ষী হয়ে আছে।
প্রস্তুত থেকো।