আলোর দ্রুতিতে মহাশূন্যেতে
স্বপ্ন হাতে ছুটি
শুভ্র দেয়ালে ভরে গেছে আজ
কয়লার কাটাকুটি
কোন অজানায় কিসের আশায়
অযথাই ঘোরাঘুরি
কি বিরাগে বৈরাগী হয়ে
তোমাদের মায়া ছাড়ি।
অদ্ভুতুড়ে প্রহেলিকা মাঝে
দৃষ্টি হারিয়ে চলি
যেদিকেই যাই পথরোধ করে
হতাশার কানাগলি
পিছু ফিরে দেখি শত সহস্র
আলোকবর্ষ দূরে
ভাঙা স্বপ্নের উল্কার নিচে
গিয়েছি যে চাপা পড়ে।