লাল নয়, নীল শাড়িতে এসো,
চুলের খোঁপায় বেঁধো অপরাজিতা।
কালচে নীল টিপটা মাঝারী হওয়া চাই।
অধর বিরঞ্জিত রেখো।
তোমার ঠোঁটের কোণের হাসিই যে
সাতরঙে রঞ্জিত করে আমার ভূবন।
কন্ঠে, কর্ণে মৃতালঙ্কারেই তুমি অপ্সরী।
দু'হাত ভরে রেশমী চুড়ি যেন থাকে।
তোমার শ্যামরঙে আমি হবো মুগ্ধ।
আর সাথে এনো আকাশ ভরা ভালোবাসা।
নীলে জড়ানো তুমি, নীলে ভরা প্রেম রবে।
নীল গোলাপটি আমার হাতেই পাবে।
এসো তুমি নীলাম্ভরীর নীচে,
সবুজ দিঘীর পাড়ে।
যখন সূর্য যাবে শেষ আকাশে পাটে।