সহিংসতায় জন-জীবনের
সমস্যাতো অল্প না-
বাংলাদেশের রাজনীতিতে
সমঝোতা কি কল্পনা?

দুর্ভোগে আজ আম জনতার
কূল কিনারা প্রান্ত নেই-
হরতাল আর অবরোধের
মোটেও সমাধান তো নেই।

দলগুলোর ঐ রুল পলিসি
নির্ধারণী পর্ষদে,
দোহাই লাগে ওই নেতাদের
একটু পরামর্শ দে।

জান ও মালের ক্ষয় ক্ষতিতে
নির্যাতন আর দমন নয়-
দেশের মানুষ চাচ্ছে এখন
উভয় জোটের সমন্বয়।

রচনাকাল: ঢাকা,১৭ জানুয়ারী ২০১৫
প্রকাশকাল:  দৈনিক বাংলাদেশ সময়, ২২ জানুয়ারী ২০১৫ (আজ)